Friday, 26 August 2011

শরৎের শুরুতে


শরৎের ঐ আগমনে ,
পড়লো ঢাঁকে শুর ।
কাশ ফুলের চিত্র পটে ,
সাজলো দিনের মুখ ।
মেঘ এলো বাতাস বইলো ,
মিলিলো একি সাথে ,
মা দূর্গার আগমনে ,
সবই গেলাম ভুলে ।
মনের-ই- নয়ন মাঝে ,
মন্ডপের-ই-ঘন্টা শুনে ,
এপার হতে ও-পান্তরে ,
বুকের মাঝে ঢেউ তুলিয়ে ।
আনন্দতে মেতে উঠি
পূজোর ঐ দিন গুলিতে ।