Sunday, 28 August 2011

শুধু তুমি...............



তোমার ঐ , কাজল কালো চোখে জানি না কিসের আকর্ষন , তবে এটা বলতে পারি তোমার আাঁখি পল্লবের ঘনঘটা আর দৃষ্টি আকর্ষন আমার মনে এক উত্তেজনার কম্পন তৈরী করে । যার দ্বরূন প্রতি নিয়ত আমি তোমার ঐ আাঁখি সমুদ্রে পতিত হই ।


তোমার ঐ কাজল টানা চোখ দুটি যখন আমার আাঁখি পল্লবে মেলে তখন আমি এক অজনা পথে এক নতুন দিগন্তের স্বপ্ন পথে এগিয়ে চলি , যেখানে আমি অন্যরকম সুখ অনুভব করি , যেখানে শুধু তুমি আর তুমি ।
হয়তো এটিই আমার দূর্বলতা , জানিনা আমি কেনই বা এইরকম ভাবি , তবে এই সমস্ত ভাবনার প্রেরনা একমাত্র তুমি । তোমায় দেখা মাত্র মনে যে আনন্দের সঞ্চার হয় , তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ।


তোমার ঠোঁটের মৃদু কম্পন শরীর কে শিহরীত করে তোলে , মন তখন উরন্ত পাখির মতো ডানা মেলতে থাকে মনে হয় যদি আমিও উড়তে পারতাম ।
তাই লিখলাম ---------
মন চায় উড়ে যেতে ,
পাড়ি নাকো উড়তে ,
মনে পড়লে তোমাকে ,
হারিয়ে যাই কোন আকাশে ।
তোমারই নয়ন মাঝে ,
ভেষে চলি কিসের টানে ,
যেখানে শুধু তুমি তুমি মন ডাকে ।
তুমি সেই স্বপ্ন তুমিই সেই ........ যে আসে নিয়ে তড়িৎ সম উত্তেজনা , মন চায় তো হারিয়ে যেতে , হারিয়ে যাই বটে ...... কিন্তু সেই কথা , যা বলতে পারিনা তোমায় একা ।
জানিনা এ কিরকম ভালোবাসা , ভালোলাগা যা ক্ষনিকের জন্য হলেও মনে হয় এ এক এমন Destination  যেখানে ভালোবাসা বা ভালোলাগা অনেক দিনের চাওয়া পাওয়া । যেখানে শুধু আনন্দ , মনে হয় সমস্ত কিছু পার করে এগিয়ে চলেছি এক এমন পথে যেখানে সব কাজ ক্ষুদ্র মনে হয় , মনে হয় আজ আমি সমস্ত কিছু জয় করে ফেলেছি ।

Friday, 26 August 2011

শরৎের শুরুতে


শরৎের ঐ আগমনে ,
পড়লো ঢাঁকে শুর ।
কাশ ফুলের চিত্র পটে ,
সাজলো দিনের মুখ ।
মেঘ এলো বাতাস বইলো ,
মিলিলো একি সাথে ,
মা দূর্গার আগমনে ,
সবই গেলাম ভুলে ।
মনের-ই- নয়ন মাঝে ,
মন্ডপের-ই-ঘন্টা শুনে ,
এপার হতে ও-পান্তরে ,
বুকের মাঝে ঢেউ তুলিয়ে ।
আনন্দতে মেতে উঠি
পূজোর ঐ দিন গুলিতে ।

Thursday, 25 August 2011

"মধ্য-দারিদ্র জনসাধারনের প্রতি"


ঐ যে সেই মেয়েটি ..................


দুই হাত বাড়িয়ে ইশারা করে হ্রদয়ে দু বাহু মেলাতে
কিসের ব্যাথা গ্রাস করে ঐ কিশোরী বয়েসে , পারো উত্তর দিতে ? পারো উত্তর দিতে ?
প্রশ্ন টা করেই দেখ এই অন্ধকার ঘনঘটা সমাজে উত্তরে পাবে কত সুমিষ্ট কিশোরী পতিত হচ্ছে ,
কিছু অত্যাচারী কাম পিপাসু মানবের মাঝে । 
বলতে পারো এ কি সমাজ ?
হ্যাঁ - এই তো   Ultra Modern ....... , Computer ........ , The   World Biggest Political Society.

হ্যাঁ সত্যিই এই হলো আধুনিক "ভারতবর্ষ" ।
যেখানে শুধুমাত্র কিছু অর্থ উপার্জনের জন্য আজ নারী জাতিরা ,
কিছু অসৎ উপায় বেছে নিছে । যার মূলে রয়েছে এই সমাজ । যেখানে শিক্ষা ব্যবস্হার নামে শুধু মাত্র সাক্ষরতা আর এখানেই শেষ । নেই কোন উন্নত প্রযুক্তি গত বিদ্যা , নেই কোন কারিগরী বিদ্যা ।

তোমার জন্য



চোখ দুখানি চাইলে তুমি ,
দেখাতো তোমায় পরি ।


তোমার ঠোঁটের মৃদু হাঁসি ,
আনতো ডেকে খুশি ।


শিশির ভেজা ফুল যখন ,
মিলত তার পাপড়ি ।


তোমার রুপের সৌন্দর্য্যে ,
আমিও হতাম বন্দি ।


তুমিই সেই অপরুপা ,
প্রতিদিনের চলার আশা ।


তোমাতেই সবকিছুর ,
সমাধানের শেষ কথা ।

Wednesday, 24 August 2011

Education System in Bengali Medium School

This education should Comprise not only book-learning but also proper training of the mind and heart and building up of character. For this, System, the first thing necessary is to fix upon a noble aim. To build it up a strictly disciplined life and never indulge in wicked thoughts. Students should study hard to acquire as much knowledge, as possible, Teacher explained everything so lucidly that all the subjects she taught proved to be interesting. So the medium of instruction it is the students who would benefit most.